গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বৃক্ষপ্রেমিক জোহরা মমতাজ বেগম সংবর্ধিত হয়েছেন।
'বৃক্ষ রোপণে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার ২০২১' বাড়ির ছাদে বাগান সৃজন শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় ডিএম স্কুলের বন্ধু মহল ৯২ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
গত শুক্রবার রাতে স্থানীয় একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে 'জোহরা মমতাজ বেগমকে অনুস্মরণ করে বৃক্ষ রোপণ ও ছাদ বাগানে আগ্রহী হতে সকলের প্রতি আহবান জানান। তিনি আমাদের নিজেদের প্রয়োজনে বেশি করে গাছ লাগানোর তাগিদ দেন।'
যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক,প্রবাসী ছিদ্দিকুর রহমান চৌধুরী, এডভোকেট ফাহমিদা রহমান চৌধুরী স্বর্ণা।
মামুন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত জোহরা মমতাজ বেগম, শিক্ষক সাব্বির আহমদ,এডভোকেট এবিএম শফিউল আজম শিপু, নুরজাহান বেগম, নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জাকারিয়া আহমদ, মোহাম্মদ আরিফ,রাহিমা বেগম প্রমুখ।
আলোচনা সভা শেষে সংবর্ধিত জোহরা মমতাজ বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানেের সমাপ্তি হয়।সহপাঠীর সংবর্ধনা অনুষ্ঠানটিতে অনেকেই স্বামী,সন্তান ও স্ব-স্ত্রীক অংশগ্রহণ করায়, অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয়।
