গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে সিলেট-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমরান আহমদ চৌধুরী বলেন,'আমাদের নেতা তারেক রহমান আমাকে সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। ধানের শীষের প্রার্থী একজন, সেটাই আমি। এটা নিয়ে আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বিপুল ভোটে এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করবেন। জনগণ মুখিয়ে আছে ধানের শীষে ভোট প্রদান করার জন্য।'
গোলাপগঞ্জ-বিয়ানীবাজার পর্যটন ও খনিজ সম্পদে ভরপুর মন্তব্য করে এমরান চৌধুরী আরও বলেন,' সারাদেশে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার থেকে গ্যাস সরবরাহ হয়ে থাকে। আর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণ গ্যাসের সুবিধা ভুগ করতে পারবে না এটা কখনো মানা যায় না। গ্যাসের জন্য বিগত দিনে অনেক আন্দোলন করেছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমি বিজয়ী হলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসী গ্যাস থেকে বঞ্চিত হবে না। বাংলাদেশের সর্ববৃহ হাওড় হাকালুকি। গোলাপগঞ্জের মানুষ যাতে সহজে হাকালুকি হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে সেজন্য যোগাযোগ ব্যবস্থার জন্য কাজ করব।'
তিনি আরও বলেন,'দুই উপজেলার রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিগত সরকারের আমলে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের উন্নয়নে সর্বাত্মক গুরুত্ব দেওয়া হবে। জনদূর্ভোগ লাঘবে সুরমা-কুশিয়ারা নদীর গুরুত্বপূর্ণ জায়গায় সেতুর কাজ করা হবে।'
এসময় উপস্থিত ছিলেন-সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, রতন মনি চন্দ্র, ইমরান আহমদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় গোলাপগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
