বিজ্ঞপ্তি : ঢাকায় প্রকাশ্যে জুলাই আন্দোলনের সম্মুখসাড়ির যোদ্ধা উসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখা। সংগঠনটির নেতৃবৃন্দ এ ঘটনাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবাদী বিবৃতিতে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক লিটন আহমদ ও সদস্য সচিব নোমান আহমদ বলেন, অভ্যূাত্থানের সরকার ক্ষমতায় থাকলেও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত হয়নি। আজকের এই বাংলাদেশ জুলাই আন্দোলনের শহীদ এবং জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে।
নেতৃবৃন্দ আরো বলেন, উসমান হাদীর ওপর প্রকাশ্যে হামলা কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং ন্যায়বিচার, গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের ব্যর্থতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।---বিজ্ঞপ্তি
