গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে 'তারুণ্যের উৎসব-২০২৫' উপলক্ষে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা কনফারেন্স হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
মিলটন চন্দ্র পাল বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা জরুরি কারণ এটি শারীরিক ও মানসিক সুস্থতা, সামগ্রিক বিকাশ এবং জরুরি দক্ষতা অর্জনে সহায়তা করে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, দলবদ্ধভাবে কাজ করা এবং জয়-পরাজয় মেনে নেওয়ার মতো গুণাবলী তৈরি করে, যা তাদের মনকে সতেজ রাখে এবং পড়ালেখার প্রতি মনোযোগ বাড়াতে সাহায্য করে।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সহকারী রোমান আহমদ নোশাদসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।
