গোলাপগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন,'খেলাফত মজলিস একটি আদর্শিক রাজনৈতিক সংগঠন। খেলাফত মজলিসের আর্দশ হচ্ছে ইসলাম। ইসলাম আল্লাহর দেওয়া একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। খেলাফত মজলিস মনে করে, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যতো কাজ আছে সকল কাজের বিধান এবং ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। খেলাফত মজলিস আরও মনে করে, মানুষের সকল প্রকার কল্যাণ-সমস্যার সমাধান তখনই সম্ভব যখন মানুষ তার সকল কর্মকাণ্ড ইসলামের আলোকে পরিচালিত করে। তা ছাড়া অন্য কোন পথে-মতে মানুষের সকল সমস্যার সমাধান করা সম্ভব নয়। খেলাফত মজলিসের রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণ। খেলাফত মজলিসের রাজনীতি হচ্ছে বিবেধ নয় ঐক্য, কল্যাণ মূলক রাস্ট্র।'
সাদিকুর রহমান সম্পর্কে তিনি বলেন,'এই মাটিতে সাদিকুর রহমান জন্মগ্রহণ করে এই মাটিকে যেভাবে ধন্য করেছেন আগামী নির্বাচনে এই অঞ্চলের মানুষ ভোট দিয়ে এবং সমর্থন করে এই মাটির স্বার্থকতা পূরণ করবে ইনশাআল্লাহ। আপনারা যদি খেদমতের জন্য জাতীয় দায়িত্ব পালনের জন্য উনাকে সমর্থন-সহযোগিতা করেন তাহলে উনি একাই যে আপনাদের সমর্থন করবেন তা নয়, উনার আত্মীস্বজন-বন্ধু-বান্ধব সাদিকুর রহমানের মধ্যে দিয়ে আপনাদের পাশে দাঁড়াবে। এটা আপনাদের সৌভাগ্য।'
তিনি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বানীগ্রাম বাজারে খেলাফত মজলিস বুধবারী বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে খেলাফত মজলিস সিলেট-৬ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাদিকুর রহমানের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট-৬ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা সাদিকুর রহমান বলেন,'আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে সততা-যোগ্যতা-আমনতদারীর মাধ্যমে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর সেবা করার চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। দুই উপজেলার মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।'
জনসভায় খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আলী আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় বক্তব্য রাখেন-সংগঠনের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা সালেহ নজীব আল আইয়ুবী, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাও আব্দুল আহাদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল হালিম।
এছাড়া বক্তব্য রাখেন- সিলেট মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, জেলা খেলাফত মজলিসের সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা সালেহ আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খান, খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি হাফিজ মাও আব্দুস সালাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা সাজিদুর রহমান, ইসলামি যুব মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, পল্লী মঙ্গল সমিতির সভাপতি ওলি উদ্দিন৷
শুভেচ্ছা বক্তব্য রাখেন-খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ড.এনামুল হক শাহ।
জনসভায় গোলাপগঞ্জ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।