গত সোমবার (২৩ জুন) আপ বাংলাদেশ তাদের ফেসবুক পেজ থেকে ৬ সদস্যের নাম ও নম্বরসহ একটি পাবলিক পোস্ট করে।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আত্মপ্রকাশের পর থেকেই এই তরুণ রাজনৈতিক প্ল্যাটফর্মটি ধারাবাহিকভাবে মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে তাদের কমিউনিকেশন টিম ঘোষণা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার সিলেট জেলার জন্য এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত কমিটিতে ছয় সদস্যরা হলেন-আবিদ আহমদ, সাইফুর রহমান মাছুম, আব্দুর রহমান, নাইমুজ্জামান সানি, মো.আলী, মো.জুয়েল রহমান।
সিলেট জেলা কমিটির সদস্যরা বলেন, “আপ বাংলাদেশ আমাদের জুলাই রক্ষার আন্দোলন। সিলেটে ছাত্র-জনতা জুলাইতে লড়াই করেছে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আশা করি সিলেটের ছাত্র-জনতা আমাদের সাথে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসবে।”
তারা আরও বলেন, 'রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (ইউপিবি/আপ বাংলাদেশ) জুলাই গণঅভ্যুত্থান শক্তির একটা রাজনৈতিক উদ্যোগ। বাংলাদেশে মধ্যম ডানপন্থী ধারার (Centre-Right) রাজনৈতিক আদর্শ অনুসরণ করে জুলাই অভ্যুত্থান কে বিপ্লবে রুপান্তর করাই এর উদ্দেশ্য। রক্তরাঙা জুলাই চেতনার-অনুপ্রেরণার ভিত্তিতে বাংলাদেশে ফ্যাসিবাদের মূলৎপাটন, আধিপত্যবাদ বিরোধী, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দলীয় আভ্যন্তরীণ পরিবেশ থেকে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সুস্থ ও টেকসই গণতান্ত্রিক চর্চা চলমান রাখতে চাই আমরা। দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী, ধর্মবিদ্বেষের বিপরীতে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে আমাদের বুলন্দ আওয়াজ থাকবে সবসময়ই৷'
পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি আরও জানান, তাদের টিম খুব দ্রুতই উপজেলা পর্যায়ে কমিটি গঠনের দিকে অগ্রসর হবে।নতুন বাংলাদেশ বিনির্মানে রাজনৈতিক নতুন ধারা গড়ার লক্ষ্যে দেশের নাগরিক হিসেবে আপনার আমার সবার দায়িত্ব এবং কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ হয়ে সিলেটের বিভিন্ন উপজেলা থেকেআপ বাংলাদেশের সাথে যুক্ত হতে যোগাযোগ করতে পারেন।