বিজ্ঞপ্তি : গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজ ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির আহমদ আবেদ।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, সরকারি এমসি একাডেমির নবগঠিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাই। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনারকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে পাবেল আহমদ ইমনকে সভাপতি ও সাইদুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী ৩০দিনের মধ্যে এ আংশিক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।