ওসমানীনগর প্রতিনিধি : দেশের কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরতে সিলেটের ওসমানীনগরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ৬ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
ওসমানীনগর উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমার সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফ রব্বানীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
এসময় তিনি বলেন, আমাদের প্রাচীন পদ্ধতিতে আর খাদ্য উৎপাদন করলে হবে না। এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। উন্নত প্রযুক্তি দ্বারাই এদেশে ফসল উৎপাদন বাড়ানো সম্ভব। সরকারের পক্ষ থেকে কৃষি পণ্যে ভর্তুকিসহ বিভিন্ন প্রনোদনার দেয়া হচ্ছে । বর্তমান সরকার হচ্ছে কৃষি ও কৃষক বান্ধব। সরকার আপনাদের নিয়ে চিন্তা করছে। সরকারের প্রচেষ্টা এবং সবার আন্তরিকতার কারণে বর্তমানে আমাদের দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল ও নদীগুলো খননের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে তিনটি খাল খনন করা হয়েছে।পর্যায়ক্রমে সবকটি খাল-বিল খনন করে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আনহার মিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবাল ইবনে জসিম, উপ সহকারী কৃষি কর্মকর্তা শেখ আখলাক উদ্দিন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ, কৃষক আব্দুর রহমানসহ মেলায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রশাসনের দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মেলয়া মোট ১২ টি স্টলে বিভিন্ন কৃষি পন্য নিয়ে অংশগ্রহণ করেন উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক-কৃষাণী। আগামী ৯ মে পর্যন্ত এ মেলা চলবে।
অনুষ্ঠানের শুরুে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোত্তাকিন চৌধুরী ও গীতা পাঠ করেন রাজীব দাশ।