গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সরাসরি ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার আবারও সরবরাহের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে গোলাপগঞ্জ জাতীয় তেল গ্যাস রক্ষা অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) এলপি গ্যাস লিমিটেড এর উপ-মহাব্যবস্থাপক (গোলাপগঞ্জ) এর মাধ্যমে এলপিজি উত্তর পতেঙ্গা চট্টগ্রাম এর ব্যবস্থাপনা পরিচালকের বরাবর তারা এই স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়, কয়েক বছর পূর্বে গোলাপগঞ্জে জাতীয় পরিচয়পত্র দিয়ে ৬৫০ টাকা মূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হতো কিন্তু দুঃখজনক ভাবে এই কর্মসূচী বন্ধ রেখেছে কতৃপক্ষ। বর্তমানে পদ্মা, যমুনা সহ বিভিন্ন বেসরকারি কোম্পানি ভোক্তা পর্যায়ে ১৫০০ - ১৬০০ টাকা মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করে যাচ্ছে। স্মারকলিপিতে দাবী করা হয় এলপি গ্যাস কতৃপক্ষ আবারও যদি প্রতিদিন নূন্যতম ২০০ সিলিন্ডার ভোক্তাপর্যায়ে সরবরাহ করা হয় তাহলে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে।