নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চাঁদাবাজি মামলার আসামি হলেন বিয়ানীবাজার উপজেলার খাসা পন্ডিতপাড়া গ্রামের সিরাজাম মুনিরা (২৭)।
গত (২৩ এপ্রিল) সিলেটের মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৭ এ কোম্পানীগঞ্জ থানার সিআর মামলা (মামলা নং: ৭৯/২০২৫ইং) দায়ের করেন কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর গ্রামের জাকির হোসেন। মামলায় তিনি ১৪ জনের নামোল্লেখ ও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করেন। ওই মামলার ১৩নং আসামি সিরাজাম মুনিরা।
তিনি বিয়ানীবাজার উপজেলার খাসা পন্ডিতপাড়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
মামলা সূত্রে জানা যায়, বাদি জাকির হোসেন একজন ব্যবসায়ী৷ কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে আসামিরা বিভিন্ন সময় চাঁদা দাবি করে থাকেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় আসামিদের সাথে বাদি জাকির হোসেনের বিরোধ চলে আসছিলো৷ গত বছরের ১৭ ডিসেম্বর বাদির দোকানে চাঁদার নেওয়ার জন্য যান আসামিরা। এসময় আসামিরা জাকির হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করেন। দোকান থেকে বের হয়ে প্রতিবাদ জানালে আসামিরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে জাকির হোসেনের ওপর হামলা চালায়৷ এসময় আসামিরা দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়৷
এঘটনার ৪ মাস পর গত ১৭ এপ্রিল রাত ৮টার দিকে বাদি তার দোকান খুলায় পুনরায় আসামিরা সংঘবদ্ধ হয়ে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে ও লুটপাট চালায়।
এদিকে মামলার পর কোম্পানীগঞ্জ থানা পুলিশ সিরাজাম মুনিরাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের পরিবারের কোন সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়দের সাথে কথা বলে পুলিশ জানতে পারে সিরাজাম মুনিরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।
জানা যায়, সিরাজাম মুনিরা বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তিনি প্রচার করতেন। তার ভাই জুনেদুর রহমান উপজেলা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আরেক ভাই এম এম আহমদ মহসিন সোহাগ উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
এদিকে সিরাজাম মুনিরা যুক্তরাজ্যে থেকেও মিথ্যা চাঁদাবাজির মামলায় আসামি হওয়ায় উৎকণ্ঠায় দিনপাড় করছেন। বাড়িতে তার পরিবার রয়েছেন নিরাপত্তাহীনতায়।