গোলাপগঞ্জ প্রতিনিধি : দেশজুড়ে আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা উপজেলার পৌর শহরের কদমতলী থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সভায় মিলিত হয়৷
প্রতিবাদ সভায় পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, পৌর যুব দলের যুগ্ন আহ্বায়ক নুরুজ্জামান জুবেলের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকেল আহমদ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, 'স্বৈরাচার পলাতক হাসিনা ভারতে বসে দেশে থাকা তার সন্ত্রাসীদের মাধ্যমে দেশজুড়ে অরাজকতা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে৷ যা কোন ভাবেই মেনে নেওয়া যাবে না। যেখানেই তাদের অবৈধ কার্যক্রম দেখব, সেখানেই প্রতিরোধ করবো।'
এছাড়াও গোলাপগঞ্জে গত ৪আগস্ট যারা শহিদ হয়েছেন তাদের খুনিদের অতিসত্বর আইনের আওতায় আনার জন্য গোলাপগঞ্জ থানার ওসির প্রতি আহবান জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন-পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজহার ইসলাম শাকিল, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, পৌর শ্রমিকদলের সদস্য সচিব শাহজাহান আহমদ, যুবদল নেতা শহিদ আহমদ, রিপন আহমদ, ওয়েস আহমদ, ছাত্রদল নেতা শাহ আলম সুহিন আহমদ, বাপ্পি আহমদ, পারভেজ আহমদ প্রমুখ।