নিউজ ডেস্ক : ফেইসবুকে সরকার বিরোধী পোস্ট করায় সিলেটের শাহপরান থানার ওয়ার্ড ছাত্রলীগ নেতা হাবিব মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
গতকাল (২৬ ফেব্রুয়ারী) রাতে শাহপরান থানার পূর্ব কুশিঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
হাবিব মিয়া শাহপরান থানার পূর্ব কুশিঘাট গ্রামের মৃত লায়েক মিয়ার ছেলে। তিনি ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
স্থানীয় ও হাবিব মিয়ার পরিবার সূত্রে জানা, চলতি বছরের জানুয়ারি মাসে হাবিব মিয়া যুক্তরাজ্যে পাড়ি জমান৷ সেখানে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় বর্তমান সরকার ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পোস্ট করে থাকেন৷ ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে গতকাল রাত আনুমানিক ৮ দিকে বিএনপি-জামায়াতের বেশ কয়েকজন নেতাকর্মী হাবিব মিয়ার বাড়িতে হামলা চালায় ও ব্যাপক ভাঙচুর করে৷ এসময় পরিবারের সদস্যদের হুমকির পাশাপাশি ছাত্রলীগ নেতা হাবিবকে কখনো পেলে প্রাণে হত্যা করা হবে এমনটাই হুমকি দেন তারা৷ এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন হাবিব মিয়ার পরিবার।
এবিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে৷ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর দিন হাবিব মিয়ার বাড়িতে ও তার ওপর হামলা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।