সুনামগঞ্জ প্রতিনিধি: ফেইসবুকে সরকার বিরোধী পোস্ট করায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: শিমুল মিয়া'র গ্রামের বাড়ী বাগবাড়ী, ছাতককে হামলা ও ভাংচুর করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এতে শিমুল-এর পরিবারের অনেক সদস্য আহত হয়েছে।
গত ৩০ জানুয়ারি ২০২৫ ইং বিকালে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় ইংল্যান্ড প্রবাসী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মো: শিমুল মিয়া ভিন্ন সময় ভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করতেন। এসব ঘটনায় স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়। শিমুলকে ফেইসবুক ম্যাসেনজারে হুমকী ও তার পরিবারকে অনেকবার সতর্ক করে যাতে ফেইসবুকে লেখালেখি বন্ধ করে দেয়। এর জের দরে আজ বিকালে স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা তার বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। শিমুলকে না পেয়ে তার পরিবারের সদস্যদের মারধর করে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন শিমুলের পরিবার।
এ বিষয়ে সুনামগঞ্জ থানার পুলিশ ইনচার্জ শফিউদ্দীন আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাগবাড়ীর একটি বাড়িতে হামলার ঘটনার খবর শুনেছেন। সেখানে আমাদের পুলিশের ঠিম গিয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কে বা কারা হামলা করেছে জানতে চাইলে, তিনি বলেন ঘটনা তদন্ত করে জানানো হবে। দোষীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এই বিষয় শিমুল মিয়ার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আমার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে আমার বাড়িতে হামলা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি।