নিউজ ডেস্ক : কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি হলেন যুক্তরাজ্য প্রবাসী মো.রিয়াজ উদ্দিন।
গতকাল (১১ জানুয়ারি) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুষ্টিয়ায় একটি মামলা (মামলা নং :জি.আর :২৩/২০২৫) দায়ের করেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার পিয়ারপুর গ্রামের আরিফুর রহমানের ছেলে মো.হাবিবুর রহমান হবি। মামলায় তিনি ১২ জনের নামোল্লেখ ও ৭/৮ জনকে আসামি করেন। ওই মামলায় মো.রিয়াজ উদ্দিনকে ৬ নাম্বার আসামি করা হয়।
মো.রিয়াজ উদ্দিন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের মো.আকরম আলীর ছেলে। তিনি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সুনামগঞ্জ জেলার প্রচার সম্পাদক।
মামলা সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি মামলার অন্যান্য আসামিসহ মো.রিয়াজ উদ্দিন পরিকল্পিতভাবে দেশের আলোচিত ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় কুরুচিপূর্ণ, ভিত্তিহীন, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য ও লেখা ছড়িয়ে দিচ্ছে। মামলার বাদি ফালুর আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধেও আসামিরা অপপ্রচার চালাচ্ছে। যে কারণে ব্যবসায়ী ফালু ও বাদির ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়।
