বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও ফ্রান্স প্রবাসী জুনেদ আহমদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা যে ত্যাগ ও সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।