জৈন্তাপুর প্রতিনিধি: আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন ৫জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষনা অনুযায়ী (রোববার ২১ এপ্রিল) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। জৈন্তাপুর উপজেলায় মোট ১৭ জন প্রার্থী নমিনেশন পত্র দাখিল করেন।
উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, ব্যবসায়ী এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন (সাদ্দাম), নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা মাসুক উদ্দিন, শংকর দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মরহুম ফয়েজ আহমদ বাবর'র সহধর্মিনী মোছা: পারভীন আক্তার ও সোনারা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার (অ:দা:) মোহাম্মদ রিপন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সিলেট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ২৩ এপ্রিল মঙ্গলবার ।
মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২মে বৃহস্পতিবার আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার। তিনি জৈন্তাপুর উপজেলায় উৎসব মূখর পরিবেশে নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠানে উপজেলার সর্বস্থরের জনগণের সহযোগিতা কামনা করেন।