গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় পৌর শহরের ওয়ারিছউল্লাহ মার্কেটে গণমাধ্যম কমিশনের কার্যালয়ে প্রায় শতাধিক অসহায়দের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে শাখার সভাপতি ছালিক আহমদের সভাপতিত্বে ও সহসভাপতি হেলাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।
শুরুতে সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মিলাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাখার উপদেষ্টা সাদেক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়া আজম, সিলেট জেলার সাধারণ সম্পাদক বাবুল খান মুন্না, সাংগঠনিক সম্পাদক শাহান উদ্দিন নাজু, দপ্তর সম্পাদক আব্দুস ছামাদ আজাদ, সিলেট মহানগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুবেল আহমদ, গোলাপগঞ্জ শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ, সহসাংগঠনিক সম্পাদক তাবারক আলী, সহ অর্থ সম্পাদক মইনুল ইসলাম, দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সদস্য জহিরুল হক জনি, সদস্য জুবের আহমদ, মুজিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য কামরুল ইসলাম।