বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি।
শাহিদুর রহমান বলেন, এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।’ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।
তিনি বলেন, এবারের ঈদ গোলাপগঞ্জবাসীর জন্য একেবারেই আলাদা৷ কারণ, গত সপ্তাহে শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জের কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই ক্ষতি এখনো মানুষ কাটিয়ে উঠতে পারেননি। অনেকেই ঈদের কেনাকাটা না করেই আগামীকাল বৃহস্পতিবার খোলা আকাশের নিচে ঈদ করবেন। এমন বিপর্যয় মানুষ দ্রুত কাটিয়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি৷
তিনি বলেন, সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। আসুন পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং সমাজের সকল গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। ঈদ মোবারক!