মো: রিয়াজ উদ্দিন, লন্ডন থেকে : বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার উদ্যোগে ২৬শে মার্চ লন্ডনের রয়্যাল রিজেন্সি হল সহ স্হানীয় তিনটি হলে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে প্রথম পর্বে ছিলো স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা এবং ২য় পর্বে ছিল দোয়া ও ইফতার মাহফিল।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, ব্যারিস্টার এম এ সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আনোয়ার হোসেন খোকন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুগ্ন সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, দপ্তর সম্পাদক ড. মুজিবুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন ও যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আবুল হাসনাত, পাশা খন্দকার, মুফতি সদর উদ্দিন ও অহিদ আহমেদ প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীদের মধ্যে আরো উপস্হিত ছিলেন মো: সাহিদুর রহমান, মোঃ পারভেজ মিয়া সুজা, মেহেদি হাসান ফাহিম, মুনতাসির মুবিন, মীর ইমরান, মো: জামিল আহমেদ, মো: মুরাদ হোসেন, এস এম শামসুজ্জোহা, মালেক আহমেদ নাজিম, মো: এম এ তালুকদার প্রমূখ।
