প্রথম ধাপের তফসিল অনুযায়ী আগামী ৮মে সিলেটের ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে সিলেটের সদর উপজেলা পরিষদ।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাংবাদিক ও সমাজসেবী নাজমা আক্তার নাজু।
রমজানেও দিনরাত বিরামহীন প্রচারণা চালাচ্ছেন নাজমা আক্তার। তিনি আশাবাদী আগামী নির্বাচনে তিনি জয়লাভ করবেন। যেদিকে যাচ্ছেন সেদিকে তিনি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান।
নির্বাচনকে সামনে রেখে রমজানেও সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে প্রার্থীরা নির্বাচন করবেন৷