জৈন্তাপুর প্রতিনিধি : এক দশক পর সিলেটের মুরারিচাঁদ (এমসি) ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ঘোষিত দুটি ইউনিটের পূর্ণাঙ্গ কমিটিতে জৈন্তাপুর উপজেলা থেকে স্থান পেয়েছেন ৭ ছাত্রনেতা।
শুক্রবার (২৩ মার্চ) রাতে সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এক বছর মেয়াদি এমসি কলেজে ১১০ ও সিলেট সরকারি কলেজে ৮১ সদস্যবিশিষ্ট এই দুই কমিটির অনুমোদন দেন।
এমসি কলেজে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন জুবায়ের আহমদ পলক, আব্দুল কাদির, সহসম্পাদক পদে মঈনুল হোসাইন এবং সিলেট সরকারি কলেজে সহ-সভাপতি পদে এম ইমন শাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে জাকির হোসেন এবং সহসম্পাদক পদে রুহেল আহমদ স্থান পান।
নেতৃবৃন্দ জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, নিজ হাতে গড়া দেশের এই প্রাচীন ছাত্র সংগঠনে কর্মী হয়ে কাজ করতে পারা অনেক গর্বের। আমরা কমিটিতে মনোনীত হওয়ায় খুবই আনন্দিত ও আবেগাপ্লুত। নেতৃবৃন্দ সেই সাথে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানান বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক মো. নাঈম আহমদ এর প্রতি।
তাদের উপর অর্পিত দায় পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য কাজ করার আশা ব্যক্ত করেন।