বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সমাজ সেবা মুলক সামাজিক সংগঠন আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি চানপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক মানিক মিয়া দরাছের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, চানপুর জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা গোলাম মোস্তফা, এশিয়ান রোজ ক্রিকেট টুর্নামেন্টর সভাপতি সুৃমন মিয়া।
মানিক মিয়া দরাছ বলেন, প্রতিবছরের ন্যায় আমরা এবার প্রায় দেড় শতাধিক রোজাদারদের ইফতার করানোর আয়োজন করেছি। আশা করি এ ইফতারের মাধ্যমে আমাদের অত্র গ্রামের মানুষের মাঝে একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আমি মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি।
দোয়া পরিচালনা করেন, মাওলানা গোলাম মোস্তফা।