শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কদমতলী হোটেল যাত্রীসেবা আবাসিকে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০২ তাদের আটক করে।
আটক চারজন হলেন, কমলগঞ্জের হারিস আহমদ (৩৩), দক্ষিণ সুরমার মো. লিপন মিয়া (২৫), রংপুরের কাউলিয়া থানার আল আমীন (৪২) ও লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার মনোয়ারা (২৪)।
তাদেরকে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারা মূলে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) মোহাম্মদ সাইফুল ইসলাম।