জৈন্তাপুর প্রতিনিধি : ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জৈন্তাপুর উপজেলা যুবলীগ শ্রদ্ধা নিবেদন করেছে।
মঙ্গলবার (২৬শে মার্চ) সকালে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমানের নেতৃত্বে এ শ্রদ্ধা জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বাদশা মিয়া, সাইফুল ইসলাম বাবু, শামিম আহমদ, মুতলিব মিয়া, জুয়েল আহমদ ডালিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শাহিন, শ্রী হৃদয় নম, ৪নং দরবস্ত ইউনিয়নের যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক হারিছ আহমদ, ৫নং ফতেহপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালিক মহালদার, ৬নং চিকনাগুল ইউনিয়নের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক, শাহিন ফেরদৌস প্রমূখ।