ফাহিম আহমদ : সিলেটের গোলাপগঞ্জে ব্রিক ফিল্ডের ইট বানাতে ভেকু মেশিন দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি।
জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের পাতিউরা তইপুর উত্তর গোয়াসপুর গ্রামে 'মেসার্স রানাপিং ব্রিক ফিল্ডে'র ইট তৈরির জন্য দীর্ঘদিন ধরে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কাটা হচ্ছে। দিনরাত ২৪ ঘন্টা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র ফসলি জমির মাটি কাটছে। প্রতিদিন একটি ভেকু মেশিন মাটি কাটছে ও ৪টি ট্রাক্টর মাটি পরিবহন করছে।
এতে করে ওই জমিগুলো যেমন উর্বরতা হারাচ্ছে তেমনি ধ্বংস হচ্ছে এসব ফসলি জমি। দেশের আইন অনুযায়ী ইটভাটার জন্য কৃষি জমি থেকে মাটি সংগ্রহ নিষিদ্ধ হলেও তার কোনো তোয়াক্কা করছে না বেশিরভাগ ইটভাটার মালিকরা।
এ নিয়ে রোববার (৩ মার্চ) সংবাদ প্রকাশ হলে দিনের পরিবর্তে এখন সন্ধ্যা হলেই ফসলি জমিতে চালানো হয় ভেকু মেশিন দিয়ে তাণ্ডব৷ সন্ধ্যার পর ফসলি জমিতে ভেকুর তাণ্ডবের কয়েকটি ভিডিও এসেছে প্রতিবেদকের হাতে৷
এবিষয়ে গত রোববার (৩ মার্চ) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন প্রতিবেদককে বলেন,'খবর পেয়েছি। আমরা অভিযান দেব।'
এদিকে সংবাদ প্রকাশের পর একদিন মাটি কাটা বন্ধ হলেও পরের দিন সন্ধ্যার পর থেকে শুরু হয় মাটি কাটা৷ এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বললেও নেয়া হচ্ছে না কোন প্রদক্ষেপ। যেন নিরব ভূমিকায় রয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরীর মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনি ওয়াটসঅ্যাপে মাটি কাটার ভিডিও পাঠালেও তার কোন উত্তর মিলেনি৷
একই কাজ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি ওয়াটসঅ্যাপে মাটি কাটার ভিডিও পাঠালেও তার কোন উত্তর মিলেনি৷
অথচ আগের বক্তব্য তিনি বলেছিলেন,'খবর পেয়েছি। আমরা অভিযান দেব।'