জৈন্তাপুর প্রতিনিধি: 'মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন' স্লোগানে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারীবাজারস্থ মাঠে বর্ণাঢ্য আয়োজনে মছদ্দর আলী দ্বিতীয় নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই মার্চ) রাত সাড়ে নয় টায় উক্ত টর্নামেন্ট'র পৃষ্ঠপোষক ইউপি সদস্য মছদ্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য বক্তব্য রাখেন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য, সোহেল রানা, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমেদ, ইউপি সদস্য শরীফুল ইসলাম, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রদীপ কুমার শর্মা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দু শহীদ, আব্দুর নূর, আহমদ আলী, নাসির উদ্দীন, জমির খান, আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক আজমত মিয়া, সোহেল আহমদ, নুরুল ইসলাম, সাইদুর রহমান, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য হুরমত আলী, জামাল আহমেদ, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক, জৈন্তাপুর উপজেলা উপকমিটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ- সম্পাদক ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদ্দাম হোসেন, সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোনারা বেগম, প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও দরবস্ত বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম শাকিল, সাংবাদিক জাহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোরাদ হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য কামরান আহমেদ, বাপ্পু আহমেদ, রাফিউল আলম ফলিক, ইকবাল, ইফতেখার, প্রমূখ ।
অনুষ্ঠিত খেলায় ট্রাইবেকারে ভালোবাসার মায়ার মানুষ (ফতেহপুর) ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঘাটেরচটি ( যাত্রাপুর) চিকনাগুল ফুটবল দল। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফাইনাল খেলা দেখতে মাঠে জড়ো হয় হাজারো দর্শক ও ক্রীড়া প্রেমী।