গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ৮মে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) বাদ আসর উপজেলার ১০নং বাদেপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডেপুটি বাজার জামে মসজিদে আসরের নামাজ শেষে মুসল্লীদের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও ডেপুটি বাজারে গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সিলেট জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, সাংবাদিক শংকর দাশ, উপজেলা যুবলীগ নাজিম উদ্দীন, পৌর ছাত্রলীগের সহসভাপতি সাজন আহমদ, পৌর যুবলীগ নেতা মাহমুদ আমান, ছাত্রলীগ নেতা জিবন আহমদ প্রমুখ।