গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আসন্ন ৮মে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টায় উপজেলার পৌর এলাকার রাঙাডহর বাজারে স্থানীয়দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিশিষ্ট মুরব্বি শাহ আলমের সভাপতিত্বে ও আ'লীগ নেতা লিপু আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ আজমল আলী, এরাফ আহমদ, মুরব্বি মোবারক আহমদ, জাকের আহমদ।
এরআগে রাত ১১টায় পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ঘুগারকুল পূর্বপাড়া গ্রামে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন- ইমন মিয়া, আব্দুল নুর, সেবুল মিয়া, কামাল মিয়া, আব্দুল মালেক, শিহাব আহমদ, হামিম আহমদ, ইমরান, রিমন, জামিল প্রমুখ।