দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোহালিয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য ফ্রন্ট এর উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে রমজানের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) বিকেলে দোহালিয়া বাজারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতিজনকে আলু ২ কেজি, ছোলা ১ কেজি, পিঁয়াজ ১ কেজি,মুড়ি ১ কেজি ও সয়াবিন তেল ১ লিটার করে বিতরণ করা হয়।
রমজানের উপহার সামগ্রী পেয়ে ফরিদা বেগম বলেন, ‘অভাবের সংসারে ছাওয়া-পাওয়া নিয়ে অনেক কষ্টে ছিলাম , খাবারগুলো পেয়ে আমার খুব উপকার করলেন।আমরা কিছুদিন নিশ্চিন্তে থাকব।’
আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আমরু মিয়া, দোয়ারাবাজার উপজেলা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি কাজী সাইফুল ইসলাম শামীম, দোহালিয়া বাজার কমিটির সভাপতি মোঃ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সুজিত বাবু, মতিন মিয়া, আব্দুর রুফ।
সংগঠনের সভাপতি বলেন, ২০২০ সাল থেকে বিভিন্ন ধরনের সমাজমুখী কাজ করে আসছে এই সংঘঠন এবং আগামীতেও অসহায় পরিবারগুলোর জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দরা হলেন- লন্ডন প্রবাসী প্রতিষ্ঠাতা দেওয়ান জানেশী আশরাফ চৌধুরী, লন্ডন প্রবাসী প্রধান উপদেষ্টা মোঃ আঃ মুমিন, সংগঠনের সভাপতি সৌদি আরব প্রবাসী এমডি আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি ইতালি প্রবাসী রুয়েল মিয়া, সাধারণ সম্পাদক ওমান প্রবাসী সাদিকুর রহমান, সহসভাপতি হোসেন আহমেদ, ফ্রান্স প্রবাসী, অর্থ সম্পাদক আব্দুররুপ, উপদেষ্টা এ এফ এ মিয়া শাহিন, আশফাক আহমেদ, আঃ মান্নান, আঃ কাদির প্রমুখ।