জৈন্তাপুর প্রতিনিধি : সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পরশ (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন৷ নিহত পরশ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সালিহর গ্রামে রাসেল মিয়ার ছেলে।
শুক্রবার (৮ মার্চ) দুপুর ১টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলংগামী পর্যটকবাহী বাস (ময়মনসিংহ ব ১১-০২৪৩) এর সাথে সিলেটগামী পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৫৯৪৮) এর মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরে এলাকাবাসী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। অপরদিকে দূর্ঘটনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহলটিম ও ফায়ার সার্ভিসের টিম ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, উমনপুরে সড়ক দূর্ঘটনায় ১জন শিশু নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন৷ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়৷ দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম পরিচালনায় রয়েছে তামাবিল হাইওয়ে পুলিশ ৷