বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথের বৃহত্তর জনগোষ্ঠীর দারিদ্র্যতা দূরীকরণ এবং বিনা সুদে উচ্চ শিক্ষা ঋণ কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার আব্দুস শহীদ বিশ্বনাথে কর্মরত প্রিিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (৯ মার্চ) দুপুরে পৌর শহরের পানসী রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
সমাজসেবক তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে মাসিক ডাইজেস্ট বিশ্বনাথ এর সম্পাদক যুবায়ের আহমদ এর পরিচালনায় সাংবাদিকদের মতামত ব্যক্ত করেন, অলংকারী ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাষ্টের চেয়ারম্যান ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ এর প্রভাষক বাবলু হোসেন বাবুল ও যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শামসাদুর রহমান রাহিন।
মতবিনিময় সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন করেন যুক্তরাজ্য প্রবাসী সুনামধন্য ব্যারিষ্টার আব্দুস শহীদ।
তিনি জানান, বৃটেনে থেকে ও বিশ্বনাথের জন্য কাজ করছি। দারিদ্র্যতা দূরীকরণ ও বিনা সুদে উচ্চ শিক্ষার জন্য ঋণ কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে ইতিপূর্বে বৃটেনে একটি ট্রাষ্ট গঠন করতে যাচ্ছি। দারিদ্র্যতার কারণে যাতে কেউ শিক্ষা দীক্ষা থেকে কেউ বঞ্চিত না হয়।
তরুন প্রজন্মকে শিক্ষামুখী করে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তোলা আমাদের উদ্দেশ্য। এজন্য সকল সাংবাদিক সমাজ সহ সর্ব স্তরের সহযোগিতা কামনা করেন তিনি।