গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের উত্তর আলমপুরে জাকির হোসেন পাশাই নামের এক প্রবাসীর স্ত্রীকে প্রতিপক্ষ কর্তৃক মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী লাকী বেগম গোলাপগঞ্জ মডেল থানার একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৬, ১-১২-২০২৩ইং) করেছেন।
পাশাই মিয়ার স্ত্রী লাকি বেগম জানান, আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি দখলের জন্য আমার নিকট আত্মীয় মানিক মিয়ার ছেলে আকবার উদ্দিন (১৯), মিনাজ উদ্দিন (৪০), মেয়ে মিনারা বেগম (৩৫), মৃত হারিছ আলীর মেয়ে চম্পা বেগম (৫০) ও মৃত আইয়ূব আলীর ছেলে জয়নাল উদ্দিন (৫০) দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছিল।
তিনি বলেন- গত কয়েকদিন আগেও তারা আমার স্বামীর পৈত্রিক বসতবাড়ী জোরপূর্বক দখলের চেষ্টায় করলে আমরা বাঁধা দিলে আমি এবং আমার ছেলে-মেয়েদের মারধর করে গুরুতর আহত করে। তারা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।
এ ঘটনায় আমি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জয়নাল উদ্দিন গংদের বিরুদ্ধে মামলা (সি আর মামলা নং-৩৬৯/২৩ইং) দায়ের করলে এই মামলা তুলে আনার জন্য তারা আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। সর্বশেষ শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে জয়নাল উদ্দিনের নির্দেশে আকবার উদ্দিন আমার উপর হামলা চালায়। এরপর বাকি বিবাদীরাও আমার উপর হামলা চালায়। এরপর আমার ও আমার ছেলে মেয়েদের চিৎকার শুনে আশপাশের লোকজন আসলে আমরা প্রাণে রক্ষা পাই। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।