রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে পৌনে ১০ টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।
আটককৃত জিয়া নগরীর জল্লারপাড় সপ্তদিপা ৩৭ নং বাসার মো. দবির উদ্দিনের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিসি আজবাহার আলী শেখ বলেন, রাত ৯ টা ৪০ এর দিকে রাজা ম্যানশনের দ্বিতীয় তলায় ছেলের জন্য বই কিনতে যাই। আমার গাড়ি চালক সড়কের পাশেই গাড়ি সাইড করে রাখে। এ সময় পেছন থেকে এক যুবক গাড়ি সরিয়ে নেওয়ার কথা বলে তর্কে জড়ায় চালকের সঙ্গে। গাড়িচালক কনস্টেবল মনিরের চিৎকার শুনে নিচে আসি এবং ওই যুবককে সরকারি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিতে শুনি। পরে স্থানীয়দের সহায়তায় যুবককে আটক করি। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সূত্র : সিলেটপ্রতিদিন