বিশ্বনাথ প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম বিশ্বনাথের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২৯ শে ফেব্রুয়ারী) সকালে বিশ্বনাথ পৌর শহরের পানসী রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোহাম্মদ আলী এনাম বলেন, আমি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনাম আপনাদের সন্তান। বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নে আমার জন্ম। ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে অংশ নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশের বিজয় অর্জনে চেষ্টা করেছি। পরবর্তীতে একসময় জীবন জীবিকার তাগিদে যুক্তরাষ্ট্রে চলে আসছি। সেখানে থেকে নিজ মাতৃভূমি বিশ্বনাথের জন্য কাজ করে যাচ্ছি। এলাকার সবার সাথে সুসম্পর্ক গড়ে তোলে সব সময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করে বৃহত্তর বিশ্বনাথ উপজেলাবাসীর সেবা করতে চাই। এজন্য তিনি সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন।
এসময় বিশ্বনাথে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।