বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ বাজারে দ্বিতলা একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পরে ওসমানীনগর দমকলকর্মীরা বাজার বণিক সমিতি সহ স্থানীয়দের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় এ ঘটনা ঘটে।
বালাগঞ্জ বাজারের ব্যবসায়ী অজয় কুমার দেবের নিজস্ব এ অগ্নিকাণ্ড ঘটে। ঘরের যাবতীয় আসবাবপত্র, বই-খাতা, নগদ টাকা সহ এ ঘটনায় আনুমানিক ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বাসার ১ম তালায় স্থানীয় নিত্য গোপাল দেবের সুদর্শন গ্লাস এন্ড হার্ডওয়ার দোকান ছিলো। দোকানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালাগঞ্জ বাজারে বৈদ্যুতিক লাইন সহ বৈধ অবৈধ ডিসলাইন ও ওয়াইফাই লাইনের ছড়াছড়ি। বাজার ও বাসায় অবস্থিত বৈদ্যুতিক লাইন গুলো অনেক পুরাতন। ধারনা করা যাচ্ছে বৈদ্যুতিক লাইন সর্টসার্কিটের কারণের এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
অজয় কুমার দেব বলেন, আজ ধর্মীয় কাজে মন্দিরে ছিলাম পুরো পরিবার। ঘরে খাবারও রান্না হয়নি। উপাসনার কাজ শেষ করে ঘরে প্রবেশ করার ৩-৪ মিনিটের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘরের যাবতীয় আসবাবপত্র, বই-খাতা, নগদ টাকা সহ এ ঘটনায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসমানীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. অপু মিয়ার নেতৃত্বে আসা দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হোন। মো. অপু মিয়া বলেন, তদন্তের পরে অগ্নিকান্ডের উৎস জানা যাবে।