জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠান উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহানা জাফরীন রোজী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, 'লেখাপড়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা গ্রহণে ওপর গুরুত্ব দেন।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক অভিভাবক সদস্য (অব:) শিক্ষক সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ঘোষ, অভিভাবক সদস্য জাফলং ট্যুরিস্ট পুলিশের (ইনচার্জ) রতন শেখ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, সহকারী শিক্ষক নজির আহমদ, তোফাজ্জল হোসেন,আনোয়ার হোসেন,তপন কান্তি দেব, সাইফুল আলম, শ্রাবনী দাস সুইটি, সুমন চন্দ্র ঘোষ, প্রনব কুমার দাস, সুব্রত দাস ও রেজাউল করিম।
বিকেলে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।