গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গাঁজাসহ ৪ মাদকসেবীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত পোনে ৯টার দিকে পৌর শহরের ছিটাফুলবাড়িস্থ কলেজ রোড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- পৌর শহরের ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে দিলাল আহমদ বোলন (২৬), ঘোষগাঁও গ্রামের মৃত মাও আব্দুল মতিনের ছেলে তানিম হোসাইন চৌধুরী (২১), ঘোষগাঁও নয়াটিল্লা গ্রামের মৃত মশিক মিয়ার ছেলে বাবলু (৩০) ও নেত্রকোনা জেলার সদর থানার মোহনগঞ্জ গ্রামের মো.আলমের ছেলে মো.জলিল (২৪)। সে দীর্ঘদিন ধরে কদমতলীতে জননী রেস্টুরেন্টে বাবুর্চির কাজ করে আসছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১'শ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়৷ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন মাদকসেবীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।