জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ভারতীয় অবৈধ চিনি ও পিঁয়াজসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত (২৭ ফেব্রুয়ারী) রাতে সিলেট তামাবিল মহাসড়কের ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়৷ এসময় চিনি চোরাচালানে ব্যবহৃত একটি এইচ পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-১৮৫৪) জব্দ করা হয়।
অপরদিকে (২৮ ফেব্রুয়ারী) রাত দেড়টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চাঙ্গীলস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ২০ বস্তা ভারতীয় চিনি ও ১০ বস্তা পিঁয়াজসহ ১জনকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাচালানে ব্যবহৃত একটি ডিআই পিকআপ (সিলেট-মেট্রো-ন-১১-১১২১) জব্দ করা হয়।
দুটি অভিযানে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলারতৈল গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে সোহেল রানা (৩০), হবিগঞ্জের বাহুবল উপজেলার শম্ভুপুর গ্রামের হানিফউল্লাহ্যর ছেলে সাহিদ মিয়া (১৯), একই উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত মোমিন আলির ছেলে বাচ্চু মিয়া (৩৬) ও অপর আসামি হবিগঞ্জ সদরের মজলিশপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে লেবু মিয়া( ৩৮)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, এ বিষয়ে দুটি পৃথক পৃথক মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।