ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তারা বলেন, ‘আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্বনাথ ওসমানীনগরের মানুষ আপনারা ভাগ্যবান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কিছুদিনে আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন। কিছুদিন আগে আপনারা মেয়র পেয়েছেন। তার কিছু দিন পর আপনারা শফিকুর রহমান চৌধুরীকে এমপি বানিয়েছেন। এখন নেত্রী আপনাদের কথা চিন্তা করে তাকে মন্ত্রী বানিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন।'
বক্তারা আরো বলেন, ‘এই অঞ্চল বিগত ১০টি বছর উন্নয়ন বঞ্চিত ছিল। আমরা আশা করি শফিকুর রহমান চৌধুরী ও আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে এ সব উন্নয়ন হবে।'
এসময় সরকারের উন্নয়নকাজে সহযোগিতা ও দলের সাংগঠনিক কর্মকান্ড আরো জোরদার করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তারা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নেতা আব্বাছ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহম শাহিন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, গোলাম কিবরিয়া, পীর মজনু মিয়া, শাহেদ আহমদ মূছা, ওলি উল্যা বদরুল, গোলাম রব্বানী সুমন প্রমুখ।