বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার আইডিয়াল সমাজসেবা পরিষদ-বন্ধুয়ার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য আবদুর রব সরকার। ক্যাম্পে চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
পরিষদের সভাপতি ছালেহ আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ছাদিক সিরাজীর ক্বোরআন তেলাওয়াত ও সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডা. সামছুল ইসলাম মনজু, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য হবিবুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি রফিক আহমদ।
অনুষ্ঠানে বক্তারা আইডিয়াল সমাজসেবা পরিষদের সময়োপযোগী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এসব আয়োজনের ধারাবাহিকতা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (প্রাক্তন) ডা. সঞ্চিতা বিশ্বাস, জেনারেল ফিজিশিয়ান ডা. জেসমিন আক্তার, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল মিয়া, জাহেদা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, সমাজসেবক আলতাউর রহমান গেদা, আইডিয়াল সমাজসেবা পরিষদের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, সহসাংগঠনিক গুলজার আহমদ, কোষাধ্যক্ষ রহিম আলী, সমাজকল্যাণ সম্পাদক নাজিম উদ্দিন, সহসমাজকল্যাণ আবুল হাসান, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য সেবুল মিয়া, আলী আহমদ, সুয়েব আহমদ, রুহুল আমীন, জুনেদ আহমদ, হাসান আহমদ।