মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে রাত পর্যন্ত তারা বাড়ি ফিরেন নি।
নিখোঁজ দুই কিশোরী উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন এর খর্দ্দাপাড়া গ্রামের কয়েছ আহমদ এর মেয়ে জামিয়া বেগম ও শফিক মিয়ার মেয়ে সামিরা বেগম।
তারা দুইজনই উপজেলার হাজী আব্দুস শহিদ মহিলা আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা যায়, মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তারা। পরে আর বাড়ি ফেরেন নি তারা। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তাদের সন্ধান পাওয়া যায় নি। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ মিলেনি।
পরিবারের পক্ষ থেকে থাকায় সাধারণ ডায়েরি করা হচ্ছে বলে জানা যায়।
তাদের কোন সন্ধান পাওয়া গেলে 01754-195003 এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।