বিশ্বনাথ প্রতিনিধি : একুশের প্রথম প্রহরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন।
বুধবার রাত ১২টা ১ মিনিটে বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার ও বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্তী কে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ ও সদস্য রাজা মিয়া।