বিশ্বনাথ প্রতিনিধি : চলতি বছরই গরীব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা শুরু করবে সিলেটের বিশ্বনাথ পৌর এলাকার খাজাঞ্চি রোডের মোরারবাজারের পাশে নির্মাণ চলমান মেটারনিটি হসপিটাল। এ বছর শুধুমাত্র মা ও শিশুদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবা দিয়ে এই হসপিটালের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করবে বলে জানিয়েছেন এমএইচ সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস সোবহান।
শুক্রবার বিকেলে এমএইচ সেন্টারের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, মুসলিম হেল্প এর সহযোগিতায় চ্যারিটির মাধ্যমে এই সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে মেটারনিটি হসপিটাল নির্মান করা হচ্ছে। উপজেলার গরীব অসহায় রোগিদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হবে। ৭হাজার ৭শত বর্গফুট নিয়ে এই হসপিটালের ৭তলা নির্মাণে প্রায় ১৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এখন ফাইলিং শেষ হয়ে বিল্ডিংয়ের ভিত্তির কাজ চলছে। এবছরই প্রথম তলার কাজ শেষ হবে। আর শেষ হলেই চিকিৎসা সেবা চালু করা হবে।
তবে, ২০২৫ সালের মধ্যে হসপিটালের সম্পূর্ণ কাজ শেষ হবে। এই হসপিটাল নির্মাণে অনেক ব্যয়, তাই প্রবাসী বিত্তবানদের কাছে তিনি সহযোগিতা চান। তিনি বলেন, বিত্তবানরা এগিয়ে এলে তাড়াতাড়ি এই সেবামূলক প্রতিষ্ঠানের কাজ শেষ হবে। আর হসপিটালের কাজ সম্পূর্ণ হলে এতে উপকৃত হবে এলাকার গরীব অসহায় রোগিরা।
প্রতিষ্ঠানের সহ-সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা এশতেমুল হক তোফায়েলের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ইউনুস আলী, প্রজেক্ট ইঞ্জিনিয়ার জাকির হোসেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ এমদাদুল হক তায়্যিব।
এসময় সাংবাদিকসহ এমএইচ সেন্টারের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।