গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আসছেন সিলেটের আঞ্চলিক নাটকের জনপ্রিয় নাট্য অভিনেতা গ্রীণ বাংলার বেলাল আহমদ মুরাদ।
তিনি আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় পৌর এলাকার সরস্বতীস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে ২দিন ব্যাপী অনুষ্ঠানমালার ২য় দিনের অনুষ্ঠানে যোগদান করবেন।
বিষয়টি নিশ্চিত করেন গ্রীণ বাংলার অভিনেতা ও সাংবাদিক আব্দুল আজিজ বাবর।
তিনি বলেন, 'ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজী জছির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানের ২য় দিনে অনুষ্ঠানে যোগদান করবেন বেলাল আহমদ মুরাদ। ইতিমধ্যে তার সাথে শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি যোগাযোগ করেছে।'
এদিকে আজ শনিবার ১ম দিনের অনুষ্ঠান শেষে বেলাল আহমদ মুরাদ আসার বিষয়টিও নিশ্চিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন।