গোলাপগঞ্জ প্রতিনিধি : ৫ দফা দাবিতে সিলেটজুড়ে শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে৷
বুধবার (২৮ ফেব্রুয়ারী) ভোর ৬টায় এ ধর্মঘট শুরু হয়।
শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন গোলাপগঞ্জের মানুষ।
বুধবার সকাল ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার পৌর শহরের চৌমুহনীতে গিয়ে দেখা যায়, রড-লাঠিশোটা নিয়ে সড়কের অবস্থান নিয়েছেন শ্রমিকেরা। এ্যাম্বুলেন্স-বিদেশ যাত্রী-ঔষধ কোম্পানীর গাড়ি-রোগীর গাড়ি-পরীক্ষার্থীদের বহনকৃত গাড়ি ছাড়া অন্য কোন ধরণের গাড়ি শ্রমিকেরা ছাড় দিচ্ছেন না। যে সকল গাড়ি যাত্রী বহন করছে সেই সকল গাড়ি তারা আটকিয়ে দিচ্ছেন।
ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। কর্মস্থলের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেও চৌমুহনীতে এসে গাড়ি না পেয়ে দীর্ঘক্ষণ তাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকেই গাড়ি না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে।
এসএসসি পরীক্ষার্থী যারা লোকাল গাড়িতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। গাড়ি না পাওয়ার কারণে সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেকেই।
সিলেটের উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গাড়ির না পাওয়ায় আটকা পড়েন রাসেদ আহমদ নামে এক যুবক। তিনি বলেন, গতকাল রাতে শুনেছি ধর্মঘটের কথা। তারপর জরুরি কাজ থাকায় বের হয়েছিলাম। প্রায় ২ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। কি করব কিছুই বুঝতেছি না।
সিলেট জেলা শ্রমিক নেতা মনিরুজ্জামান মনির বলেন, আমাদের ৫ দফা যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সকল শ্রমিকেরা সড়কে অবস্থান করব৷ জরুরি কোন গাড়ি ছাড়া কোন ধরণের গাড়ি আমরা ছাড় দেব না।
তিনি বলেন, গ্যাসে ভরপুর আমাদের দেশ। তারপরও কেন আমরা গ্যাস পাইনা? প্রতি মাসের শেষে গ্যাস পাম্পগুলোতে লিমিট শেষ হওয়ার কারণে গাড়ি বন্ধ রাখতে হয়। অনেক শ্রমিককে উপোষ থাকতে হয়। ধর্মঘট প্রত্যহারের বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি। যদি কোন সিদ্ধান্ত আসে তাহলে আমরা ধর্মঘট প্রত্যাহার করে সড়ক থেকে সরে যাব।