বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের অর্থায়নে বিশ্বকাপ খ্যাত লক্ষ টাকার ফুটবল টুনার্মেন্ট ২০২৪ ইং এর ৪র্থ আসরের আয়োজন নিয়ে বিশ্বনাথ উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে বিশ্বনাথে কর্মরত তিন সংগঠন বিশ্বনাথ প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যা রাতে বিশ্বনাথ পৌর শহরের প্রানসী রেস্টুরেন্টে উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি লোকমান মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর আহমদ এর পরিচালনায় সংবাদ সম্মেলনে অংশ নেন বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বাবরুছ মিয়া, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাষ্টের সভাপতি ফখরুল আহমদ, মুক্তার আহমদ, সাবেক মেম্বার হেলাল আহমদ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দু নূর তুষার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির ও নাহিদ আহমেদ সুয়েব প্রমুখ।
সংবাদ সম্মেলনে লক্ষ টাকার ফুটবল টুনার্মেন্ট ৪র্থ আসরের আয়োজন নিয়ে নানা বিষয়ে আলোচনা করা হয়। টুনার্মেন্টটি সফলভাবে সম্পূর্ণ করতে বিশ্বনাথে কর্মরত পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সহযোগিতার পাশাপাশি বিশ্বনাথবাসীর সহযোগিতা চান বিশ্বনাথ উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।