ছাতক-দোয়ারার আওয়ামীলীগকে সু-সংগঠিত করে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশাশালী করা আহবান জানিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার সব সময়ই দেশের মানুষের কল্যানে কাজ করে আসছে, ভবিষ্যতেও এর ব্যতিক্রম হরে না। জেলা আওয়ামীলীগের সদস্য, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেসন সজলের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা সজিব মালাকারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।
বিশেষ বক্তার বক্তব্যে সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী নেতা-কর্মীদেরও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নেতা-কর্মীদের সাথে নিয়েই ছাতক-দোয়ারার মানুষের ভাগ্যোন্নয়নে উন্নয়নে কাজ করে যাবো।
ছাতক-দোয়ারা উপজেলা ও ছাতক পৌর আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্ত্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, আওলাদ আলী রেজা, আব্দুস শহীদ মুহিত, শামীমুল ইসলাম শামীম, জেলা আওয়ামীলীগের সদস্য মাসুদ সরদার, রেজা মিয়া তালুকদার প্রমুখ।