কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি রাসেল আহমেদকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরং এলাকায় অভিযান চালিয়ে গোয়ানঘাট থানার জিআর১২৮/১৭ ও ধারা- ৩২৪ পেনাল কোড মামলার আসামি রাসেল আহমেদকে তুরং গ্রামের তাঁর নিজ বসতবাড়ি হইতে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই অজয় চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।
সে কোম্পানীগঞ্জে উত্তর রণিখাই ইউনিয়নের তুরং গ্রামের আসমত আলীর পুত্র।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আদালতের নির্দেশে পরোয়ানা ভক্ত আসামী গ্রেপ্তার করতে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অভিযানে রাসেল আহমেদ নামের দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করা হয়েছে।