ওসমানীনগর প্রতিনিধি : জাকজমক আয়োজনে সিলেটের ওসমানীনগরে প্রথম চেয়ারম্যান কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) উপজেলার থানাগাওঁ বাজার সংলগ্ন মাঠে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যান সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উসমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুলকে ধন্যবাদ ও টুর্নামেন্টের সফলতা কামনা করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, খেলাধুলা না করলে যুবকরা অলস হয়ে যায়। আর এ অলসতা থেকেই তাদের নানা অপর্কম মাথায় ঢুকবে; যা বাস্তবায়নে অস্থির হয়ে উঠবে তারা। তবে নিয়মিত খেলাধুলার প্রতিযোগিতায় থাকলে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। আর যুবসমাজ যদি খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে নেশা কিংবা অসৎ কাজের চিন্তা তাদের মাথায় থাকবে না। ফলে দেশ ও জাতি সুশৃঙ্খল এবং উন্নত হবে।
ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ও সমাজ কল্যান সংস্থার সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী জুমন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালীউল্লাহ বদরুল, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমীন, বিশিষ্ট সমাজ সেবক লাল মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা: আবুল কালাম আজাদ, আখতার আহমেদ মিনসার, কাজী মিসবাহ, কাজী মাহবুব,সাজু আহমেদ, হালিম আহমদ, সোহাগ চৌধুরী, কাজী আলী, আব্দুল মুমিন, জবলু মিয়া, রনজু আহমেদ, আব্দুল্লাহ মুসা, রাহিন আহমদ, রেদোয়ান আহমদসহ আরো অনেকে।