বিশ্বনাথ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শফিকুর রহমান চৌধুরীকে ভোট দিয়ে প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কে আপনারা ভালোবাসেন, শফিকুর রহমান চৌধুরী আপনাদের পছন্দের একজন মানুষ। আরোও প্রমাণিত হয়েছে যে, এদেশে গণতন্ত্র শক্তিশালী ও গণতন্ত্রের বিজয় হয়েছে। শফিকুর রহমান চৌধুরীর হাতেই বিশ্বনাথ-ওসমানীনগরের চেহারা পাল্টে যাবে। আপনারা উন্নয়ন বঞ্চিত হবেন না।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের হাজী আব্দুল খালিক কমিউনিটি সেন্টারের সামনে সিলেট ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী নির্বাচিত হওয়ায় সুধী সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় এসব কথা বলেন তিনি।
নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ৭ জানুয়ারি বিপুল ভোট সংখ্যক ভোট দিয়ে আমাকে আবার সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সুখ দুঃখের সাথী বানিয়েছেন। ধৈর্য ও ত্যাগ স্বীকার করুন, আপনাদের সাথে নিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা পালন করে যাবো।
পরে তিনি দলীয় নেতাকর্মী সহ সকলের সাথে কুশল বিনিময় করেন। এসময় জেলা উপজেলা ও কমিউনিটি নেতৃবৃন্দসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।